মানিকগঞ্জ জেলা হাসপাতালে ৯২ জন ডেঙ্গু রোগী

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ১০ শিশুসহ ৯২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ওয়ার্ড ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স মো.কাউছার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

ডেঙ্গু ওয়ার্ডের ওয়ার্ড ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স মো.কাউছার বিশ্বাস বলেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে এখনো গড়ে ৩০ থেকে ৩৫ জন নতুন রোগী ভর্তি হচ্ছেন। গত ২৪ ঘন্টায় এ হাসপাতালে ৩০ জন নতুন ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ১২ জন পুরুষ, ১৪ জন নারী ও ৪ জন শিশু রোগী রয়েছেন। গত ২৪ ঘন্টায় ১৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় দুইজনের রোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের রেফার্ড করা হয়েছে।

২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা. এ কে এম রাসেল বলেন, জেলায় আক্রান্ত রোগীর হার কমলেও এখনো ডেঙ্গুর প্রকোপ কমেনি। প্রতিদিন নতুন রোগী হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হচ্ছেন। পর্যাপ্ত ওষুধ সরবরাহ থাকায় রোগীদের সেবা দিতে কোন সমস্যা হচ্ছে না। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহবান জানান তিনি।

Scroll to Top