কমিউনিটি পুলিশের শ্রেষ্ঠ সদস্য হলেন নূর মোহাম্মদ ইউসুফ

কমিউনিটি পুলিশের শ্রেষ্ঠ সদস্য হলেন নূর মোহাম্মাদ ইউসুফ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হলেন তরুণ উদ্যোক্তা ও জেলা কমিউনিটি পুলিশের অর্থ বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ ইউসুফ।

শনিবার সকালে পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত সভায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম এর সাক্ষরিত সনদপত্র ও ক্রেষ্ট তুলে দেন মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান পিপিএম(বার)।

এ বিষয়ে নূর মোহাম্মদ ইউসুফ বলেন, সততা ও নিষ্ঠার সাথে জনবান্ধন কাজের স্বিকৃতি সরূপ এ সম্মান তরুণদের উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে। ভালো কাজের স্বিকৃতি আরো ভালো কিছু করার আগ্রহ্ ও ইচ্ছাশক্তি তৈরি করে। কৃতজ্ঞতা বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেলারেল চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম (বার) পিপিএম, মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান পিপিএম (বার) ও কমিউনিটি পুলিশিং ফোরামের সকল সদস্যদের প্রতি।

সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) রউফ সরকার, জেলা কমিউনিটি পুলিশের সহ সভাপতি তাজিনুর রহমান তাজ, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম পরান, আইন বিষয়ক সম্পাদক এ্যাড, দেওয়ান মতিন, সদর উপজেলা কমিউটি পুলিশের সাধারণ সম্পাদক ইরাদ কোরাইশী ইমন প্রমুখ।

Scroll to Top