মানিকগঞ্জে ২জন পুলিশের আইজি’র পুরস্কার পেলেন

স্টাফ রিপোর্টার: সমাজে শান্তি, শৃঙ্খলা প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখায় মানিকগঞ্জের ইউসুফ ইব্রাহিম হ্যান্ডিক্রাফটস’র স্বত্তাধিকার নুর মোহাম্মদ ইউসুফ ও মানিকগঞ্জ সদর থানার এস আই শাহ জামালকে পুরস্কৃত করেছে পুলিশের আইজি।

আজ মানিকগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে’র অনুষ্ঠানে তাঁদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।

আজ (শনিবার) সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা কমিউনিটি পুলিশ আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) সুজন কুমার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামরুল হাসান, শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুর জাহান লাবনী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকারসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য ও জেলা কমিউনিটি পুলিশ কমিটির সদস্যবৃন্দ।

পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, সবাই স্ব-স্ব ক্ষেত্রে ভালো কাজ করেছেন। যারা একটু বেশী ভালো করেছেন, তাঁরাই পুরস্কৃত হয়েছেন। আশাকরি আগামীতে অন্যরা পাবেন।

এর আগে, জেলা পুলিশ কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

Scroll to Top