স্টাফ রিপোর্টার: সমাজে শান্তি, শৃঙ্খলা প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখায় মানিকগঞ্জের ইউসুফ ইব্রাহিম হ্যান্ডিক্রাফটস’র স্বত্তাধিকার নুর মোহাম্মদ ইউসুফ ও মানিকগঞ্জ সদর থানার এস আই শাহ জামালকে পুরস্কৃত করেছে পুলিশের আইজি।
আজ মানিকগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে’র অনুষ্ঠানে তাঁদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।
আজ (শনিবার) সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা কমিউনিটি পুলিশ আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) সুজন কুমার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামরুল হাসান, শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুর জাহান লাবনী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকারসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য ও জেলা কমিউনিটি পুলিশ কমিটির সদস্যবৃন্দ।
পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, সবাই স্ব-স্ব ক্ষেত্রে ভালো কাজ করেছেন। যারা একটু বেশী ভালো করেছেন, তাঁরাই পুরস্কৃত হয়েছেন। আশাকরি আগামীতে অন্যরা পাবেন।
এর আগে, জেলা পুলিশ কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।