নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের ৭ টি উপজেলায় এবার ৫শ ৪৮ টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দূর্গোৎসব । এটি সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ।
পূজা যাতে সাড়ম্বরে নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যাবস্থা নেয়া হয়েছে ।
আজ শুক্রবার ষষ্টী পূজার মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। পাঁচ দিন ব্যাপি আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার দশমীর মাধ্যমে পূজার সমাপ্তি ঘটবে। এবার দেবীর আগমন ঘটকে, গমন ঘটকেই ।
ইতোমধ্যে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব সাহা, সাধারণ সম্পাদক অনির্বাণ পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদসহ সকল দূর্গা পূজা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক বা পূজা কমিটির প্রতিনিধির সাথে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার গোলাম আজাদ খানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগন।
এবার সরকারীভাবে প্রত্যেক পূজা মণ্ডপে দূর্গা পূজা উপলক্ষে পূজা কমিটির সভাপতি-সাধারণ সম্পদকের অনুকূলে ৮০০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে । ইতোমধ্যে অনেকে এই চাল সংগ্রহ করেছেন ।
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ এম নাঈমূর রহমান দূর্জয় ব্যক্তিগত তহবিল থেকে শিবলয়, ঘিওর, দৌলতপুর উপজেলার ২২৫টি দূর্গা পূজা কমিটির প্রতিনিধির নিকট পাঁচ হাজার টাকা করে প্রদান করেছেন । এছাড়াও তিনি হুসিয়ারী উচ্চারন করে বলেছেন কোন দল,গোষ্ঠী বা ব্যাক্তি ষড়যন্ত্র করে পূজা বা পূজার আনন্দে ব্যাঘাত করলে তা কঠোর হস্তে দমন করা হবে ।
মানিকগঞ্জ পৌর সভার সাবেক কাউন্সিলর সুভাষ সরকার পৌর সভাটির ৩৪ টি শারদীয় দূর্গা পূজা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও প্রতিনিধির নিকট দূর্গা পূজা উপলক্ষে নগদ ৩ হাজার টাকা করে প্রদান করেছেন ।
ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) মোঃ মেরাজ উদ্দিন জানান পুলিশ সুপার গোলাম আজাদ খানের নির্দেশনায় শারদীয় দূর্গা পূজা নির্বিঘ্ন করতে এবং আগত ভক্তদের জেলা শহরে প্রবেশে ও যান চলাচল স্বাভাবিক রাখতে- অবৈধ যানবাহন নিয়ন্ত্রনে গতকাল থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে যা পূজার আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে ।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব সাহা জানান এবার জেলায় প্রায় সাড়ে ৫শ দূর্গা পূজা অনুষ্ঠিত হবে । বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ । এখানে সকল ধর্মের লোক শারদীয় দূর্গোৎসবে সহযোগিতা করবে এটা আমার বিশ্বাস। তারপরও এবার শারদীয় দূর্গা পূজায় প্রশাসনের পক্ষ থেকে সার্বিকভাবে নিরাপত্তা প্রদানের ব্যাবস্থা করা হয়েছে ।