মানিকগঞ্জে ডেঙ্গুতে এক স্কুল ছাত্রের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে ডেঙ্গুতে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ঢাকার একটি হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় তার(কৌশিক) মৃত্যু হয়। সে শিবালয় উপজেলার এজিএস হাই স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র ছিল। সে ঘিওর উপজেলার শ্রীবাড়ী গ্রামের চন্দন চুর্ণকার এর ছেলে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা ১০ জন।

জেলায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১৮৮ জন। তার আগের ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ২০৫ জন। জেলায় মোট শনাক্ত হলাে ৯ হাজার ৫শত ১০ জন ডেঙ্গু রােগী। এখনও জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে ৫ শত ৮৯ জন ডেঙ্গু রােগী চিকিৎসা সেবা নিচ্ছেন। 

গত ২৪ ঘণ্টায় ১৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন জেলার বিভিন্ন হাসপাতালে। এদের মধ্যে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালে ৭২ জন, মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে ৫৭ জন, মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন,  সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন, সিংগাইর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০৭ জন, ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০২ জন, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০২ জন, হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০৩ জন। 

গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬২ জন ডেঙ্গু রোগী।

Scroll to Top