মানিকগঞ্জে লোমহর্ষক ক্লুলেস হত্যা মামলার আসামী গ্রেফতার

মানিকগঞ্জে লোমহর্ষক ক্লুলেস হত্যা মামলার আসামী গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলায় নির্মাণাধীন ভবনের নিচ থেকে প্রাপ্ত লাশের হত্যাকারীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

শুক্রবার (২০ অক্টোবর) মানিকগঞ্জ সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন মানিকগঞ্জের পুলিশ সুপার মো. গোলাম আজাদ খান।

হত্যাকারী মো. বাবুল(৩৮) হরিরামপুর থানার দরিকান্দি এলাকার শেখ কাশেমের ছেলে। হত্যার শিকার হওয়া নারী রোকসানা(৪৫) সিংগাইর থানার বায়রা-নয়াবাড়ি এলাকার ছইজুদ্দিনের মেয়ে।

পুলিশ সুপার মো. গোলাম আজাদ খান বলেন তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীকে খুলনা থেকে গ্রেফতার করা হয়েছে। হত্যার শিকার নারী আসামীর বিবাহিত স্ত্রী।

হত্যার কারন বর্ণনায় পুলিশ সুপার বলেন, পারিবারিক কলহের জেড়ে গভীর রাতে স্ত্রীকে গলায় কাপড়ের পাইরের রশি পেচিয়ে হত্যা করেন আসামী। পরবর্তীতে লাশ গুম করার জন্য ঘরের কোনায় বালি খুড়ে লাশ পুতে রাখেন ও জামাকাপড় পুড়িয়ে ফেলেন।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর মানিকগঞ্জ সদর উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের মেঝের নিচ থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

ব্রিফিংয়ে সদর থানার ওসি আব্দুর রউফসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Scroll to Top