মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে দুর্গা পুজা উপলক্ষ্যে যানচলাচল স্বাভাবিক রাখতে ও অবৈধ যান নিয়ন্ত্রনে ট্রাফিক পুলিশের বিশেষ চেকপোস্টের মাধ্যমে অভিযান পরিচালনা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে শহরের ল’ কলেজের সামনে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপার গোলাম আজাদ খানের নির্দেশনায় এবং ট্রাফিক পুলিশের পরিদর্শক ( প্রশাসন) কে এম মেরাজ উদ্দিন এর তত্বাবধানে দুর্গা পুজা উপলক্ষ্যে শহরে যানচলাচল স্বাভাবিক রাখতে এবং অবৈধ যানবাহন নিয়ন্ত্রনে ট্রাফিক ব্যবস্থা সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য ট্রাফিক পুলিশের এই বিশেষ অভিযান পরিচালনা হয়েছে।
ট্রাফিক পুলিশের পরিদর্শক ( প্রশাসন) কে এম মেরাজ উদ্দিন জানান, অভিযানে, যে সকল গাড়ির বৈধ কাগজপত্র নেই, মোটরসাইকেল চালকদের হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও কাগজ পত্র নেই সে সকল যানবাহনের বিরুদ্ধ্যে মামলাসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।