মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে মাদক মামলায় মো.মুন্নাফ হোসেন (৩৯) কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ডও প্রদান করা হয়ছে।

সোমবার দুপুরে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের জেষ্ঠ্য বিচারক জয়শ্রী সমদ্দার আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।

দন্ডিত মুন্নাফ হোসেন সিংগাইরের বাইমাইল এলাকার আক্তার হোসেনের ছেলে। তিনি পেশায় চিহ্নিত মাদক ব্যবসায়ী।

নথিসূত্রে জানা যায়, ২০২১ সালের ৯ মার্চ দুপুরে সিংগাইর উপজেলার শিবপুর এলাকা মাদক বিক্রয় ও ক্রয় করার সময় ১০০ গ্রাম হেরোইন ও ১৮৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মুন্নাফ হোসেনকে আটক করা হয়। পরে এ ঘটনায় এসআই মো.ওবাইদুর রহমান বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিংগাইর থানার মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো.মাসুদ রানা শামীম তদন্ত শেষে মুন্নাফ হোসেনকে অভিযুক্ত করে ২০২১ সালের ৩এপ্রিল আদালতে চার্শিট দালিখ করেন।মামলায় উভয়পক্ষ্যের যুক্তিতর্ক শেষে এবং ৮জনের স্বাক্ষগ্রহণ শেষে আসামী উপস্থিতে আদালতের বিচারক তাকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ড করেন।

রাস্ট্রপক্ষের আইনজীবী পিপি আব্দুস সালাম রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামী পক্ষের আইনজীবী মো.হুমায়ন কবীর সেন্টু উচ্চ আদালতে আপীলের কথা জানিয়েছেন।

Scroll to Top