শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র করে লাভ নেই: মমতাজ

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, শেখ হাসিনাকে নিয়ে দেশে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র করে লাভ নেই,শেখ হাসিনাই আবার ক্ষমতায় আসবে। শেখ হাসিনা ছাড়া অন্য কেউ ক্ষমতায় আসলে ভাতাসহ বিভিন্ন উন্নয়ন ও ভালো কাজগুলো আগে বন্ধ করে দেবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনবেন। শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানিয়ে আপনার যে সুবিধা পাচ্ছেন আরোও বেশি সুবিধা বুঝে নিবেন।

সোমবার (৯অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বায়রা বাজারে সরকারের ভাতাপ্রাপ্ত উপকার ভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বায়রা ইউনিয়ন আওয়ামী সহ-সভাপতি সামসুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজ খানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশার, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান হিরো, সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং সরকারি উপকারভোগীসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।

Scroll to Top