মানিকগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব সংবাদদাতা:

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৯ আগষ্ট) দুপুরে জেলা বিএনপির আয়োজনে পৌরসভার বেউথা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এরপর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বেউথা চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক এস.এ জিন্নাহ কবীরসহ দলীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

Scroll to Top