মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তি ও উন্নয়ন সমাবেশ পালিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা যুবলীগের আয়োজনে বিএনপি-জামাতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে এবং আওয়ামী লীগ সরকারে উন্নয়ন তুলে ধরে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্তরে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা ও যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনিসহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।