মানিকগঞ্জে বাজারের মূল সড়ক খুড়ে পাইপ বসালেন ভবন মালিক, দুর্গন্ধের আশঙ্কা

নিজস্ব সংবাদদাতা: মানিকগঞ্জের হরিরামপুরে ভবনের পানি ও টয়লেটের বর্জ্য নিষ্কাশনে পাকা রাস্তা খুঁড়ে পাইপ বসানোর অভিযোগ উঠেছে প্রভাবশালী এক মার্কেট মালিকের বিরুদ্ধে । রোববার (৮ অক্টোবর) দিবাগত রাতে খননযন্ত্র (ভেকু) দিয়ে পীচ ঢালাই রাস্তা খুঁড়ে পাইপ বসান ঝিটকা বাজারের হাসি শপিং সেন্টারের মালিক আব্দুল আলিম (হাসি)।

সরজমিন পরিদর্শন করে জানা যায়, রোববার (৮ অক্টোবর) দিবাগত মধ্যরাতে খননযন্ত্র (ভেকু) দিয়ে বাজারের প্রধান পাকা সড়ক খুঁড়ে পাইপ বসানো হয়েছে। সড়কের উল্টো পাশের সরকারি খাস পুকুরে মার্কেটের পানি, টয়লেটের বর্জ্য ও বৃষ্টির পানি ফেলতে এই পাইপ বসানো হয়েছে। এতে তিনফুটেরও বেশি গভীর করে সড়ক খোঁড়া হয়েছে।
কয়েকজন ব্যবসায়ী জানান, গতকাল রাতে সড়ক খুঁড়ে মার্কেটের সামনে থেকে পার্শ্ববর্তী পুকুর পর্যন্ত পাইপ বসানো হয়েছে। পরে মাটি দিয়ে গর্ত ভরাট করা হলেও বৃষ্টিতে সড়কটি ক্ষতিগ্রস্থ হবে। পাইপ দিয়ে যদি টয়লেটের বর্জ্য ফেলা হয় তাহলে দুর্গন্ধে বাজারের ব্যবসায়ীরাও থাকতে পারবে না।

এ বিষয়ে মার্কেটের মালিক আব্দুল আলিম (হাসি) এর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

এলজিইডির উপজেলা প্রকৌশলী মাজহারুল হক আনন্দ জানান, রাস্তা খুঁড়তে কোন অনুমতি নেয়া হয়নি। তবে হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া বলেন, ঘটনাটি শুনেছি। আমি স্পটে যাচ্ছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, ঘটনাস্থলে এসিল্যান্ডকে পাঠিয়েছি। এসিল্যান্ডের প্রতিবেদনের উপর ব্যবস্থা নেয়া হবে।

Scroll to Top