ভিন্ন আয়োজনে নবীনবরণ করলেন জাফর ইকবাল

খাব্বাব হোসেন ত্বহা: সরকারি দেবেন্দ্র কলেজে ২০২৩-২০২৪ সেশনের এইসএসসি শিক্ষার্থীদের পুষ্পিত শুভেচ্ছা ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানে স্বাগত জানিয়েছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এসময় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাফর ইকবালের আয়োজনে ক্লাসে কেক কটা,স্বাগত ব্যানার ও ফুলের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নবীনদের বরণ করেন তিনি।

রবিবার (৮ অক্টোবর)সকাল থেকেই এই নবীন শিক্ষার্থীদের আগমনে মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। ক্যাম্পাসে নবীনবরণ অনুষ্ঠানের জমকালো আয়োজন না থাকলেও ক্লাসে শিক্ষার্থীদের মধ্যে ছিল আনন্দ-উল্লাস ভাব। আর এই হাসি,আনন্দ-উল্লাহ নতুন মুখ গুলোকে শিক্ষার্থী-শিক্ষকের সম্পর্ক জাগ্রত করতেই শিক্ষক জাফর ইকবালের এই প্রয়াস।

অধ্যক্ষের শুভেচ্ছা বিনিময় কালে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ শরিফুল ইসলাম খান,শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক গিরীন্দ্র কুমার রায়, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান,অর্থনীতি বিভাগের প্রভাষক আহাম্মদ উল্লাহ প্রমুখ।
এছাড়াও কলেজ ছাত্রলীগ,রোভার স্কাউট,বিএনসিসি ও রেড ক্রিসেন্ট গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।

Scroll to Top