মানিকগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত

মানিকগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জে শুরু হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে সিংগাইর উপজেলার চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল এবং শিবালয় উপজেলার শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল।

বুধবার বিকেলে মানিকগঞ্জ মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা হরিরামপুর উপজেলার কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল এবং সিংগাইর উপজেলার কমলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে যথাক্রমে ২-১ ও ট্রাইবেকারে ৩-২ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাশেষে বিজয়ী দল ও শ্রেষ্ঠ খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক রেহেনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম।

জেলা পর্যায়ের এই টুর্নামেন্টে অংশ জেলার সাতটি উপজেলার ১৪টি চ্যাম্পিয়ন বালক ও বালিকা ফুটবল দল। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দুটি দল পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

Scroll to Top