মানিকগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই

ডেঙ্গুর বিষয়ে স্বস্থির খবর নেই

নিরঞ্জন কুমার সাহা: মানিকগঞ্জে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা । ডেঙ্গু ছড়িয়ে পড়েছে জেলার ৭টি উপজেলায় ।  জেলাবাসী রয়েছে ডেঙ্গু আতংকে । ইতিমধ্যে জেলায় এ বছর ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছে ৬ (ছয়) জন।

গত ২৪ ঘণ্টায়ও জেলায় নতুন করে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে ১৪৮ জন ।  এ নিয়ে জেলায় এবছর ডেঙ্গু রোগী শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৮ শত ৭৯ জন ।  

এখনও বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়ে চিকিতসা সেবা নিচ্ছেন ৪৯৫ জন । গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪১ জন ডেঙ্গু রোগী । গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৪০ জন ।

ইতিমধ্যে জেলা প্রশাসন, সিভিল সার্জন, যুবলীগ ও পৌরসভা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা,সেমিনার,লিফলেট বিতরন,মশক নিধনসহ নানা কর্মসূচি পালন করছেন । কিন্তু  ডেঙ্গু থামছে না ।

ডেঙ্গু প্রতিরোধে নতুন কিছু ভাবার সময় এসেছে বলে মনে করছেন সচেতন মহল । এখনি ডেঙ্গু থামাতে না পারলে জেলাবাসী তথা দেশবাসীকে চরম মূল্য দিতে হতে পারে বলে মনে করছেন সচেতন মহল ।

Scroll to Top