মানিকগঞ্জে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার, আটক ৩

শিবালয় থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেন।

নিরাঞ্জন কুমার সাহা: মানিকগঞ্জে ব্যাটারী চালিত অটোরিক্সা চোর চক্রের ১ সদস্যসহ ৩ জনকে আটক করছে শিবালয় থানা পুলিশ। শিবালয় থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার পাটুরিয়া ঘাটে কৌশলে চালককে শরবতের সাথে চেতনানাশক ঔষধ সেবন করিয়ে ব্যাটারী চালিত অটোরিক্সা চুরি করে চক্রটি । খবর পেয়ে শিবালয় থানা পুলিশ ঢাকা-আরিচা মহাসড়কের উথলী- পাটুরিয়া সংযোগ সড়কের মোড় থেকে চুরি যাওয়া অটোরিক্সা ও চোর চক্রের এক সদস্যসহ ৩ জনকে আটক করে ।

আটককৃতরা হলেন, শেরপুর জেলার ঝিনাইগাতির হাসেম আলী (৪০), পাবনা জেলার আতাইকোলার  সুজন (৪৮)এবং মানিকগঞ্জের শিবালয়ের রুপসার নিজাম মেম্বার (৫৫)। 

তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অটোচালক রাজু আহাম্মেদকে ঢাকা জেলার ধামরাই থানার কালামপুর এলাকার সুতিপাড়া ব্রীজের নীচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

Scroll to Top