আব্দুল আলীম: মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ও ভাটবাউর পাইকারি আড়ত সহ হিজুলিতে অবস্থিত আম্বালা হিমাগারে যৌথ অভিযান চালিয়ে ৫ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার সকালে এ অভিযান পরিচলনা করেন জেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে ক্রয়-বিক্রয় রশিদ যথাযথ সংরক্ষণ না করে অধিক মূল্যে আলু, পেঁয়াজ বিক্রয় করার অপরাধে ব্যবসায়ী মিজানুর রহমানকে ২ হাজার, লাল চানকে ৩ হাজার, সানোয়ার হোসেনকে ২ হাজার, মো.শাহিনকে ২ হাজার ও আতিকুর রহমানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, হিমাগার থেকে বের করা ২১৮৪০ কেজি আলু সরকার নির্ধারিত মূল্যে (২৭ টাকা) কেজি দরে মানিকগঞ্জের পাইকারি আড়তে বিক্রয় করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।
তিনি আরো বলেন, অভিযানে উপস্থিত ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করতে নির্দেশনা ও মূল্য তালিকা প্রদর্শন সহ ক্রয় বিক্রয় রশিদ যথাযথ সংরক্ষণ করতে সচেতন করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।