যুবলীগের ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত

যুবলীগের ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি: নানা আয়োজনের মধ্যে দিয়ে মানিকগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার জেলা যুবলীগের আয়োজনে শহরের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ফজিলাতুন্নেছা মুজিব ও বঙ্গবন্ধুর পরিবারসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এর আগে ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন নেতাকর্মীরা।

জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে যুগ্ম-আহবায়ক মাহাবুবুর রহমান জনি, সদস্য সৌমিত্র সরকার, মনিরুল ইসলাম মনি ও ওমর ফারুফসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Scroll to Top