নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জে প্রথম বারের মত কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করল মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। গোটা জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা-২০২৩-এ জিপিএ-৫ প্রাপ্ত সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিগণের উচ্ছ্বাসময় উপস্থিতিতে এমআইএসসি ক্যাম্পাস আজ ছিল মুখরিত। বৃষ্টি-বাদল উপেক্ষা করে বিকেল ৩.৩০-এ উপস্থিত হয় বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে আনন্দময় এক অনুভূতি নিয়ে ফিরে যায় এই কৃতী শিক্ষার্থীরা। অনুষ্ঠানের মূল পর্ব ছিলো অতিথি-আপ্যায়, প্রধান অতিথি ও অধ্যক্ষ স্যারের নিকট থেকে ক্রেস্ট গ্রহণ, অনুভূতি প্রকাশ ও প্রীতিময় ফটো সেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান আফরোজা খানম রিতা। গোটা অনুষ্ঠানের সৌষ্ঠব বিন্যাস করেছেন অধ্যক্ষপত্নী রহমত আরা লস্কর। সভাপতিত্ব করেন অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.)।