মো. আজিজুল হাকিম:মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মানদীতে কাজ করার সময় পানিতে ডুবে আমান উল্লাহ (২৫) নামের এক প্রকৌশলী নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ছোট বাহাদুরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ আমান উল্লা খাঁন খুলনা জেলার রুপসা উপজেলার দেয়াড়া এলাকার রজব আলীর ছেলে। তিনি এসকে ইমদাদুল হক এন্ড জামিল ইকবাল প্রতিষ্ঠানের কনসালটেন্ট ফার্মের ডুবুরি টিমের প্রকৌশলী ছিলেন।
পুলিশ জানান, হরিরামপুরের রামকৃষ্ণপুর থেকে গোপীনাথপুর পর্যন্ত পদ্মানদীর পাড় রক্ষায় জিও ব্যাগ ফেলার কাজ করছেন এসকে ইমদাদুল হক এন্ড জামিল ইকবাল কোম্পানী নামের ঠিকাদার প্রতিষ্ঠান। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে কাজের গুনোগত মান দেখতে ঠিকাদার প্রতিষ্ঠানের ডুবুরি টিমের প্রকৌশলী আমান উল্লাহ অক্সিজেন নিয়ে পদ্মানদীতে ডুব দিয়ে নিখোঁজ হন। এরপর উপজেলা ফায়ার সার্ভিস ও আরিচা ডুবুরি দলকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্য উদ্ধার অভিযানে কাজ করে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো.শরীফুল ইসলাম জানান, খবর পেয়ে আরিচা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও হরিরামপুরের ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধারে কাজ করছে। তবে পদ্মায় স্রোত বেশি হওয়ায় তাকে খোজে পাওয়া যাচ্ছেনা এবং ডুবুরি দলকে বেশি পরিশ্রম করতে হচ্ছে। রাতে উদ্ধার অভিযান বন্ধ থাকবে বলেও তিনি জানান।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য জানান, বিষয়টি জানার পর থানা পুলিশ ও উপজেলা প্রশাসন খোঁজ খবর রাখছে এবং তাকে উদ্ধারে সার্বিক সহযোগীতা করা হচ্ছে।