নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ ও প্রতিকারের বিষয়ে বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জনস্বাস্থ্য ফোরামের আয়োজনে মানিকগঞ্জ পৌরসভার হলরুমে এ বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জনস্বাস্থ্য ফোরাম জেলা শাখার সভাপতি ডাক্তার পিকে হালদারের সভাপতিত্বে পৌর মেয়র মো.রমজান আলী,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.কামরুল হাসান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক জোয়ারদার মোহাম্মদ মহিউদ্দিন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক অলকা প্রভা দে ও পৌর নির্বাহী কর্মকর্তা মো.বজলুর রহমানসহ কাউন্সিলরা উপস্থিত ছিলেন।