অভি হাসান দেওয়ান, মানিকগঞ্জ:দেশব্যাপী বিএনপি-জামাতের ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ-অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
রোববার দুপুরে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে শহরের শহীদ রফিক সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আইনজীবী ভবনের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মহীদ্দীনের সভাপতিত্বে সহ-সভাপতি ও পৌর মেয়র মো.রমজান আলী, গাজী কামরুল হুদা সেলিম, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস,সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, যুবলীগের আহ্বায়ক আব্দুল রাজ্জাক রাজা ও যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান জনিসহ দলীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।