মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

অভি হাসান দেওয়ান, মানিকগঞ্জ:”মাদককে রুখবো স্মার্ট বাংলাদেশ গড়বো”।এই প্রতিপাদ্য কে সামনে রেখে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে মানিকগঞ্জে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের আয়োজনে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  বক্তারা বলেন, মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়। মাদকের ভয়াল ও ভয়ংকর ছোবল থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অবশ্যই রক্ষা করতে হবে। এ লক্ষ্যে সচেতনতা সৃষ্টি, উদ্বুদ্ধকরণ কর্মসূচি জোরদার এবং আইনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। কঠোর আইন প্রণয়ন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং মাদক নিরাময় কেন্দ্র স্থাপনের মাধ্যমে সরকার মাদক বিরোধী কঠোর অবস্থান গ্রহণ করেছে সাথে সাথে পরিবারের সন্তানদের প্রতি নিয়মিত লক্ষ রাখতে হবে।ধর্মীয় শিক্ষা প্রদান করতে হবে। 

আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত রচনা ও চিত্রাংন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে ক্রেস্ট, সার্টিফিকেট, ও বই প্রদান করা হয়।

Scroll to Top