অভি হাসান দেওয়ান, মানিকগঞ্জ “গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জ জেলার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে শনিবার থেকে ৭ দিনব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে।
জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ যৌথভাবে এ মেলার আয়োজন করেন।
এ উপলক্ষে বেলা ১১টার দিকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, বিভিন্ন সরকারী কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
পরে মেলায় অংশ নেওয়া প্রতিটি স্টল ঘুরে দেখেন অতিথিগন। দেশের বিভিন্ন স্থান থেকে আসা নার্সারি, বনজ, ঔষধি ও ফুলের গাছসহ মোট ১৫ স্টল রয়েছে মেলায়।
আগামী ৪ আগষ্ট পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এ মেল।