নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম বাজারে সরকারি বিধি লঙ্ঘন করে টেন্ডার ছাড়াই অর্ধশতাধিক বছরের পুরোনো বট (পাকড়) গাছ কর্তন করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় গত সোমবার (১৯ ফেব্রুয়ারী) জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় সীমা আক্তার নামের এক নারী।
অভিযোগ সূত্রে জানা যায়, বারইল বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সরকারী অনুমতি ছাড়া নিজ ক্ষমতার দাপট দেখিয়ে বটগাছটি বিক্রি করেছেন। এরই প্রেক্ষিতে গত ১৬ ফেব্রুয়ারী থেকে গাছটি কাটার কাজ চলমান রয়েছে। অভিযুক্ত আনোয়ার হোসেন পেশায় মানিকগঞ্জ জজ কোর্টের ৪র্থ শ্রেণির সরকারি চাকুরীজীবী (জারীকারক)। তিনি নবগ্রাম ইউনিয়নের পাছবারইল গ্রামের সাহাবুদ্দিনের ছেলে। অভিযোগে আরো বলা হয়, আনোয়ার হোসেন একজন সরকারি চাকুরিজীবি হয়ে সরকারী গাছ বিক্রি করে বিপুল টাকা আত্বসাৎ করছেন যা রাষ্ট্র বিরোধী কাজ বলে প্রতীয়মান।
এ বিষয়ে আনোয়ার হোসেন বলেন, গাছ কাটার বিষয়ে আমি কিছু জানিনা। বাজার পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সুহাস ভাই ইউএনও স্যারকে জানিয়ে গাছের একটি ডালা কাটিয়েছেন। কর্তন করা ডালপালা বিক্রি করা হয়নি। এগুলো ইউএনও স্যার টেন্ডারের মাধ্যমে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দিবেন।
এ নিয়ে নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হাসান আল মেহেদী (সুহাস) বলেন, বাজারের স্বার্থে ইউএনও স্যারকে জানিয়ে বট গাছের একটি ডাল কাটা হয়েছে। এটা বিক্রি বা আত্মসাৎ করা হয়নি। কাটা শেষ হলে ইউএনও স্যার টেন্ডারের মাধ্যমে সেগুলো বিক্রি করবেন।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, চেয়ারম্যান আমাকে বলেছে আশ্রয়ন প্রকল্পের একটি ঘর নষ্ট হচ্ছে। সেখানকার একটি গাছের ডাল কাটতে হবে। কিন্ত বাজারের যে গাছ কাটা হয়েছে সে বিষয়ে আমি জানিনা। সরকারি গাছ কাটার ক্ষেত্রে বিধান রয়েছে, জনস্বার্থে গাছ কাটতে হলে সেই প্রক্রিয়া মেনেই কাটতে হবে। আমি বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছি।