মানিকগঞ্জে পাইকারীতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫০-৬০ টাকা

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের পিয়াজের অন্যতম বড় আড়ত ঝিটকা বাজার পিঁয়াজ আড়তে তিনদিনের ব্যবধানে পেঁয়াজের দাম পাইকারীতে কেজি প্রতি ৫০ থেকে ৬০ টাকা কমছে। প্রতিদিন ১০০- ১২০ টন পেঁয়াজ বিক্রি হচ্ছে বলেও জানান আড়তদাররা।

বৃহস্পতিবার সকালে জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা বাজার আড়তে সরেজমিনে দেখা যায়, গত তিনদিনে বাজারে পেঁয়াজের সরবরাহ প্রচুর পরিমাণে বেড়েছে, তাই দাম কমে গেছে।  আজ পুরাতন পেঁয়াজ  ৪ হাজার থেকে ৪ হাজার চারশত টাকা মন এবং নতুন পেয়াজ ৩ হাজার থেকে ৩ হাজার ৪শ টাকায় বিক্রি হচ্ছে। 

এদিকে পেঁয়াজের দাম কমে যাওয়ায় পাইকারী ব্যবসায়ীরা লোকসানে রয়েছেন বলে দাবি করেছেন। 

ঝিটকা বাজারের অন্যতম বড় পাইকার মোল্লা এন্ড সন্স এর মালিক ছবেদ মোল্লা জানান, তিন দিনে ৪ ট্রাক পেঁয়াজে ১২-১৪ লক্ষ টাকা লোকসান হচ্ছে। গতকাল যে পেয়াজ পাঠায়ছি, সে পেঁয়াজ রাস্তায়ই আছে, কুয়াশায় যাইতে পারেনি। আজ দাম মেলা কমে গেছে।  তাহলে আজকের দামে বেচতে হবে। এরকম তিনদিনে মেলা লোকসান হবে।

মাসুম রোমান এন্টারপ্রাইজের মালিক রজ্জব আলী জানান, আজ বেশি পেঁয়াজ কিনিনি। ৭০-৮০ মন পেঁয়াজ কিনেছি। দাম কমতেছে, আবার লোকসানের ভয় আছে। নতুন পেয়াজের সরবরাহ বেড়েছে। 

এদিকে খুচরা বাজারেও পেঁয়াজের দাম কমেছে। ঝিটকা বাজারের খুচরা পেঁয়াজ ব্যবসায়ী রানা জানান, পেঁয়াজের দাম কেজিতে ৬০-৭০ টাকা কমেছে।  আমার আগের কেনা তাই চালান পাইলেও বেচতেছি।

হরিরামপুর লেছড়াগঞ্জ বাজারের খুচরা পেঁয়াজ ব্যবসায়ী রফিক বলেন, নতুন  পেঁয়াজ খুচরায় ৯০-১০০ বিক্রি করা যাচ্ছে। 

ঝিটকা বাজারে কথা হয় পাশের শিবালয় উপজেলার তাড়াইল গ্রামেট কৃষক সাইফুলের সাথে।  তিনি জানান, ৩ বিঘা জমিতে মুড়িকাটা পেঁয়াজ রোপণ করেছিলেন। এর আগে ৪ হাজার ৬শ করে নতুন ওঠা পেয়াজ বিক্রি করেছেন। তবে আজ ৩ হাজার একশ করে দাম করেছেন। এখনো বিক্রি করেননি। পেঁয়াজ চাষে খরচ বেশি বলেও জানান তিনি। 

হরিরামপুর উপজেলার গোরাইল গ্রামের কৃষক ছকেল উদ্দিন জানান, ২ মন পেঁয়াজ নিয়ে আসছি। এখনো বিক্রি করেননি। দুই দিন আগে ৫ হাজার ৫শ করে বেচছি। আজ ৪ হাজার দুইশ দাম বলতেছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান,  আমরা জেলার বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে অভিযানে ২৫ জনেরও বেশি ব্যবসায়ীকে জরিমানা করেছি। ভাটবাউর আড়তে মজুদকৃত ১০০ বস্তা পেঁয়াজ ন্যায্যমূল্যে বিক করার ব্যবস্থা করিয়েছি। আজ বিভিন্ন আড়তে নতুন পেঁয়াজ পাইকারি ৭৫-৮৫ টাকা বিক্রি হচ্ছে। আর পুরাতন পেঁয়াজ ১২০ টাকার মতো বিক্রি হচ্ছে। আমরা মনিটরিং করছি।

হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান জানান, ঝিটকা আড়তে পেঁয়াজের দাম পাইকারিতে ৫০ টাকার বেশি কমেছে। খুচরায় ও কমেছে। নতুন আগাম জাতের পেয়াজ ১০০ এর কমে বিক্রি হচ্ছে।  পুরাতন পেঁয়াজ ১৫০ এর মধ্যে খুচরায় বিক্রি হচ্ছে।

Scroll to Top