৮০ লাখ টাকায় মাঠ ভাড়া, স্কুল পায় না কিছুই

স্টাফ রিপোর্টার:

জেলা প্রশাসনের অনুমতি না মিললেও প্রতিবছরের মতো এবারও মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হয়েছে। এ বছর ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কাছে ৮০ লাখ টাকায় মেলার স্বত্ব বিক্রির অভিযোগ উঠেছে। ৩১ বছর ধরে এভাবে বিদ্যালয়ের মালিকানাধীন এ মাঠ বিজয় মেলার নামে ভাড়া দিয়ে লাখ লাখ টাকা আয় হলেও স্কুল ফান্ডে আজও কোনো টাকা জমা পড়েনি। এমন অভিযোগ করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদা ইয়াসমিন।

এছাড়া ৬ নভেম্বর থেকে শুরু হওয়া এ মেলা যেন বাণিজ্য মেলায় রূপ নিয়েছে বলে ক্ষোভ স্থানীয়দের। এবারের মেলার স্বত্ব পেয়েছে ডিএম ইন্টারন্যাশনাল। এ বছর মেলা উদ্যাপন কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বীর মুক্তিযোদ্ধা মোমিন উদ্দিন খান। তিনি বলেন, মেলার স্বত্ব বিক্রির কথা গুজব ভিত্তিহীন। এখনো বিজয় মেলার কোনো অনুমতি মেলেনি। আগামী বছর নির্বাচনের পর অনুমতি মিলবে বলে জানান তিনি।

ডিএম ইন্টারন্যাশনালের কর্ণধার মোহাম্মদ গাজী সোহেল জানান, গত বছর মেলা কমিটিকে ২৫ লাখ টাকা দিয়েছিলাম। মেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সভা সেমিনারে যে টাকা খরচ হয় সেটি আমরা বহন করব। এ বছর এখনো টাকার ব্যাপারে চুক্তি হয়নি।

কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেলা শাখার সাধারণ সম্পাদক এবিএম শামছুন নবী তুলিপ বলেন, মানিকগঞ্জের বিজয় মেলার একটা ঐতিহ্য ছিল। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কাছে বেশি দামে মেলা ভাড়া দেওয়া হচ্ছে। তাতে করে ভোক্তাদের কাছ থেকে পণ্য বেশি দামে বিক্রি করবে ব্যবসায়ীরা। 
এ ব্যাপারে জেলা প্রশাসক রেহেনা আকতারের মোবাইলে যোগাযোগের চেষ্টা ও এসএমএস দিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি।

Scroll to Top