মানিকগঞ্জে তিনদিন ব্যাপী শুরু হয়েছে বিশ্ব ইজতিমা, শনিবার আখেরী মুনাজাত

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জে আজ থেকে তিনদিন ব্যাপী শুরু হয়েছে তা’লিমে ইসলাম মানিকগঞ্জ বাংলাদেশের উদ্যোগে বিশ্ব ইজতিমা।

আজ বুধবার মানিকগঞ্জ পৌরসভার পটল বিল ছিদ্দিকনগর এলাকায় বাদ ফজল আম বয়ানের মাধ্যমে তিনদিন ব্যাপী এই কর্মসুচীর শুরু হয়।

মানিকগঞ্জ ছিদ্দিক নগর দরবার শরীফের মহাসচিব আলহাজ্ব মাওলানা বশির রেজা জানান, বিশ্ব ইজতিমায় আলোচ্য বিষয়গুলো হলো, তাওহীদ, রিসালাত,তাফসীরুল কুরআন,দারসে হাদীস,তা’লিমে যিকর,কুরআন শরীফ মশক ও ত্বহারাত,নামাজ শিক্ষার প্রশিক্ষন,ইলমে শরী‘আত ও ইলমে মা’রিফাতের বয়ান,ইসলাম ও অন্যান্য ধর্মের উপরে ইসলামের শ্রেষ্ঠত্ব আলোচনা,তওবা ও বায়াত,ইসলামী গজল,হামদ-নাত এবং সুন্নাতের উপর ইসলামী জিন্দেগীর ব্যবহারিক শিক্ষা প্রদান।

তিনি আরো বলেন, তিনদিনের বিশ্ব ইজতিমায় এ মাফফিলে দেশ বরেণ্য উলামা মাশায়েখগন তাশরীফ আনিবেন।

আগামী ২২ ডিসেম্বর শনিবার সকালে আখেরী মুনাজাতের মধ্যে তিনদিনের ইজতিমা শেষ হবে।মুনাজাত পরিচালনা করবেন বিশিষ্ট ইসলামী গবেষক, দার্শনিক, অন্যতম চিকিৎসা বিজ্ঞানী, পীরে কামিল ও মুকাম্মিল, রাহবারে তরিক্বত, হযরত মুফতি ডক্টর মাওলানা মুহাম্মদ মনযুরুল ইসলাম ছিদ্দিকী।

Scroll to Top