স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদ জাহিদের (এসএম জাহিদ) কর্মী প্রদীপ বসুকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে নৌকার প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ ১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সালাম এর মেয়ের জামাই এনামুল হক রুবেল এর নির্দেশে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককারীকে মারধর করে বলে অভিযোগ উঠেছে।
গতকাল রোববার (১০ ডিসেম্বর) বিকেল ৫ ঘটিকায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার হাজী সবেত সুপার মার্কেট এর সামনে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ভুক্তভোগী।
এ ঘটনায় গুরুতর আহত প্রদীপ বসুকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রদীপ বসু মানিকগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।
এ ব্যাপারে মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে আসামি ধরার বিষয়ে পদক্ষেপ নেয়া হচ্ছে।