শুদ্ধ বাংলা ভাষার বিপ্লব ঘটাতে মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজে প্রচারণা

নিজস্ব প্রতিবেদক: বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ ও বানানের সঠিক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষার্থীরা পোষ্টার হাতে পথ সভার মাধ্যমে আহবান জানিয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে কলেজের মুল ভবনের সামনে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাফর ইকবালের উদ্যোগে শিক্ষার্থীরা বিভিন্ন অশুদ্ধ বানান উল্লেখ করে শুদ্ধ বানানের পোস্টার হাতে শুদ্ধ উচ্চারণ ও বানান ব্যবহারের আহ্বান জানান।

এসময় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাফর ইকবাল বক্তব্য রাখেন।

শিক্ষার্থীদের হাতে পোস্টার গুলোর বহুল প্রচলিত কিছু অশুদ্ধ বানানের শুদ্ধ বানান “এ্যাডভোকেট নয় অ্যাডভোকেট লিখুন, কর্ণেল নয় কর্নেল লিখুন,হজ্ব নয় হজ লিখুন,শহীদ নয় শহিদ লিখুন” প্রচার করে।

বক্তব্যে জাফর ইকবাল বলেন, আমাদের বাংলা ভাষার জন্য ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বুকের রক্ত দিয়ে শহিদ রফিক, জব্বার, বরকত সহ অসংখ্য বীরসেনা শহিদ হয়েছিলেন। বর্তমানে আমরা স্বাধীনতা পেয়েছি, বাংলা ভাষা পেয়েছি, আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি পেয়েছি, বৈশ্বিকভাবে আমরা পরিচিতি পেয়েছি। কিন্ত আমাদের যে মাতৃভাষা যার মাধ্যমে মেধা মনোনয়নের বিকাশ এবং প্রকাশ ঘটে, সেই জায়গাতে ভুল বানান ও অশুদ্ধ উচ্চারণ হয়। এটি আমাদের জন্য দুঃখজনক। 

আমি একজন বাংলার শিক্ষক হিসেবে এই বিষয়টি আমাকে ব্যাপকভাবে ব্যথিত করে। এই চিন্তা ধারা থেকেই আমার বাংলা বিভাগের শিক্ষার্থী ও এইচ এস সি শিক্ষার্থীদের নিয়ে এই বিপ্লবটি শুরু করা। শিক্ষার্থীরা প্রতিদিন একটি বানান হলেও শুদ্ধ শিখবে। এর মাধ্যমে পর্যায়ক্রমে সম্পূর্ণ কলেজে ছড়িয়ে দিবো এবং জেলা তারপর জেলা থেকে সমস্ত বাংলাদেশে।

বিল্পবে শিক্ষক ও সাংবাদিকরা মুখ্য ভূমিকা পালন করবেন বলে তিনি মনে করেন।

Scroll to Top