নিজস্ব প্রতিনিধি:মানিকগঞ্জে দৈনিক আমার নিউজ পত্রিকার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন অফিস উদ্ধোধন উপলক্ষে আলোচনা সভা, কেককাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো: রমজান আলী।
শনিবার সন্ধ্যায় শহীদ রফিক সড়কের কলিমস টাওয়ারের (২য় তলায়) নতুন অফিসে দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: আকরাম হোসেনের সভাপতিত্বে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সুলতানুল আজম খান আপেল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক মানিকগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লব, সহ সভাপতি কাবুল উদ্দিন খান, সাবেক সহ সভাপতি আহম্মেদ সাব্বির হোসেন, গাজী ওয়াজেদ আলম লাবলু, জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ্যাড: মো: হাসান সাঈদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো: জাহিদুল ইসলাম জাহিদ, জেলা যুবলীগের আহবায়ক ও প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এ্যাড: আবু বকর ছিদ্দিন খান তুষার, প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মিহির, মানিকগঞ্জ ন্যাশনাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক ড. ফারুক হোসেন, মানিকগঞ্জ ডেভলপার এসোসিয়েশনের মহিলা বিষয়ক সম্পাদক কাজী বিপু রহমান, জেলা সাংবাদিক সমিতির সহ সভাপতি ও দৈনিক টেলিগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক শহিদুল ইসলাম সুজন, সাপ্তাহিক সবখবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক আশরাফুল আলম লিটন, দৈনিক শীর্ষ বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল আলীম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম, পৌর যুব মহিলা লীগের আহবায়ক সামিয়া রহমান প্রমুখ।
এসময় আরোও উপস্থিত ছিলেন দৈনিক আমার নিউজ পত্রিকার নির্বাহী সম্পাদক ফরিদা ইয়াসমিন, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দিশারীর সভাপতি ও দৈনিক আমার নিউজ পত্রিকার বিশেষ প্রতিনিধি মো: হাসান শিকদার, দিশার যুগ্ম সম্পাদক মো: স্বপন মিয়া, দৈনিক আমার নিউজ পত্রিকার স্টাফ রিপোর্টার নুসরাত জাহান তনিমা, শুভংকর পোদ্দার, দেওয়ান সাদমান শাওন, মহসীন মোহাম্মদ মাতৃক, মানিকগঞ্জ প্রতিনিধি মো: মহিদ, দৌলতপুর প্রতিনিধি মো: আতিকুর রহমান সহ মানিকগঞ্জ প্রেসক্লাব ও দিশারীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে বস্তির সুবিধাবঞ্চিত শিশুদের দিশারী স্কুলের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর গান পরিবেশন করে।
সভায় বক্তারা দৈনিক আমার নিউজ পত্রিকাটি মানিকগঞ্জে নিয়মিতভাবে প্রকাশিত হয়ে আসছে। এই পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সকল মানুষের মধ্যে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে। এই পত্রিকার উত্তোরত্তর সফলতা কামনা করেন ।