মানিকগঞ্জে পদ্মায় ট্রলার থেকে পরে শ্রমিক নিখোঁজ

আবিদ হাসান আবেদ: মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে ট্রলার থেকে পরে রবিউল (১৮) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছে।

রোববার সন্ধ্যা সোয়া পাঁচ টার দিকে উপজেলার আন্ধারমানিক ট্রলার ঘাট সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য।

হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য বলেন, “শরিয়তপুর বাবুরচর এলাকায় নদী ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার কাজ শেষ করে ট্রলারযোগে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর, চৌহলী ও এনায়েতপুরে ফিরছিলেন ২০-২৫ জন শ্রমিক । আজ সন্ধ্যা সোয়া পাঁচ টার দিকে উপজেলার আন্ধারমানিক ট্রলার ঘাট সংলগ্ন পদ্মায় পানিতে পরে নিখোঁজ হয় রবিউল। রবিউল সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার চরকইজুরি এলাকার আনোয়ারের ছেলে বলে জানা গেছে। সে ট্রলারের পেছনে (প্রশ্রাব করতে) গেলে ট্রলার থেকে নদীতে পরে যায়। রবিউল মৃগী রোগী ছিল বলে ট্রলারে থাকা তার এক আত্মীয় জানান।

উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান বলেন , ওসি সুমন কুমার আদিত্য সহ ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা রয়েছে। ডুবুরির দল না থাকায় শিবালয় উপজেলার সাথে যোগাযোগ করা হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

Scroll to Top