মানিকগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা আপন দুলাল অনুষ্ঠিত

হরিরামপুর প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে শাহ সুফী হযরত খাজা গোলাম গাওছ শাহ আল চিশতি নিজামী (রাঃ) বাৎসরিক পবিত্র ওরশ মোবারক উপলক্ষে ৫ দিন ব্যাপী উপজেলার ঝিটকা কলাহাটা গফুর শাহ সাফাতুল মিসকিন এর দরবার শরীফে এম এ রাজ্জাক ও রাশেদুল ইসলাম পরিচালিত গোপিনাথপুর বিজয় বাংলা নাট্য গোষ্ঠীর যাত্রাপালা আপন দুলাল দেখতে গ্রামের সকল শ্রেনী পেশার মানুষ উপস্থিত হয়ে আনন্দ উপভোগ করেন। 

এই আয়োজন চলবে ৫ দিন ব্যাপী। 

আশপাশে এই আয়োজনকে কেন্দ্র করে গ্রামীন মেলাও বসেছে। পুরো শীত জুড়েই গ্রামীন ঐতিহ্য ধরে রেখেছে এই উপজেলার সাংস্কৃতি প্রেমীরা।

গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যে কিছুক্ষনের জন্য অতীতের সেই গল্পে হারিয়ে যায় সকলে। 

সকল শ্রেনী পেশার মানুষ আনন্দে আত্নহারা এবং এমন আয়োজন যুগ যুগ ধরে চলুক, এই প্রত্যাশা সকলের।

Scroll to Top