মানিকগঞ্জে হরতাল সমর্থনে মহিলা দলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিল করেছে জেলা মহিলা দলের নেতাকর্মীরা।

সোমবার (২০ নভেম্বর) সকালে শহরের ল’ কলেজ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের ঘোষিত তফসিলকে অবৈধ আখ্যা দিয়ে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান বিক্ষোভে অংশগ্রহণ করা নেতাকর্মীরা।

এসময় জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিব বলেন, ‘আমরা বর্তমানে ফ্যাসিবাদী অবৈধ সরকারের পদত্যাগের একদফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবো’।

বিক্ষোভ মিছিলে জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিব, সহ সভাপতি সানজিদা রহমান ছন্দা, যুগ্ম সাধারণ সম্পাদক রিটা নাহার, সাংগঠনিক সম্পাদক মাসুমা খানম মুক্তি সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Scroll to Top