নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র ডাকা তিনদিনের অবরোধ কর্মসুচীর প্রথম দিন মানিকগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।
এ সময় পুলিশের ফাঁকা গুলি ও ইটপাটকেল নিক্ষেপে বিএনপি ১০ নেতাকর্মী আহত হয়েছেন। আটক করা হলে জেলা বিএনপির সহসভাপতি আজাদ হোসেন খান এবং পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন যাদু।
আজ সকাল সাড়ে সাতটার দিকে মানিকগঞ্জ পৌর এলাকার সেওতা মানরা এলাকায় এ ঘটনা ঘটে।
জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আরিফ হোসেন লিটন জানান, অবরোধ সমর্থনে বিএনপি নেতাকর্মীরা শান্তিপুর্ন মিছিল বের করে। মিছিলটি সেওতা হয়ে মানরা এলাকা দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে উঠতে গেলে পুলিশ ধাওয়া করে। এ সময়ে বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এক পর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে বিএনপি’র ১০ নেতা-কর্মী আহত হয়। তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে জেলা বিএনপি’র সহসভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, পৌর বিএনপি’র সভাপতি নাসির উদ্দিন আহাম্মেদ যাদু,জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক লিটন কসাই সহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।’
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রউফ সরকার বলেন, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়েছে বিএনপি নেতা-কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোঁড়া হয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।
এদিকে বিএনপির ডাকা তিনদিনের অবরোধ কর্মসুচীতে কোথাও কোন অপত্রিকর ঘটনা না ঘটে সেজন্য আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানিকগঞ্জ শহর সহ ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থানে নিয়েছেন। মহরা দিচ্ছেন মোটর সাইকেল নিয়ে। সড়কে পুলিশ ও র্যাব টহল দিচ্ছেন।