ছোট ভাইয়ের বউকে শ্লীলতাহানি ও পিটিয়ে আহত করলেন ভাসুর

ছোট ভাইয়ের বউকে শ্লীলতাহানি ও পিটিয়ে আহত করলেন ভাসুর

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ সদর উপজেলার গোলড়া চরখন্ড এলাকায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ভাসুর আনোয়ার হোসেনের বিরুদ্ধে ছোট ভাইয়ের স্ত্রীকে পাইপ দিয়ে পিটিয়ে আহত করে ও ঘাড়ে কামড় দিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বিউটি আক্তার মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় তিনি দুইজনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, গোলড়া চর খন্ড এলাকার মৃত আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে বাবুল মোল্লা ও আনোয়ার হোসেনের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিলো।

গত ২৯ অক্টোবর রোববার বাবুল মোল্লা ঘরের ভেতর মিস্ত্রী দিয়ে কাজ করায়। এসময় ঘরের ভেতর আনোয়ার হোসেন প্লাস্টিকের পানির লাইনের পাইপ নিয়ে মিস্ত্রীকে মারতে যায়। পরে বাবুল মোল্লার স্ত্রী বিউটি আক্তার বাধা দিতে গেলে আনোয়ার হোসেন তাকে তলপেটে ১০টি লাথি মারে ও পাইপ দিয়ে পেটায় এবং ঘাড়ে কামড় দেয়। পরে তার স্বামী বাবুল মোল্লাসহ স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় বিউটি আক্তার বাদী হয়ে আনোয়ার হোসেন ও তার স্ত্রী তামান্না আক্তারকে আসামী করে গতকাল ৩০ অক্টোবর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী বিউটি আক্তার বলেন, আমি সিজারের রোগী এটা জেনে শুনেই আমাকে হত্যার উদ্দেশ্যেই আমার ভাসুর আমাকে তলপেটে ১০টি লাথি মেরেছে। প্লাস্টিকের পাইপ দিয়ে ৬টি বারি মেরেছে এবং আমার ঘাড়ে কামড় দিয়েছে। আমার জামা কাপড় টানা হেচড়া করে ছিড়ে ফেলে শ্লীলতাহানি করেছে। গত ৩ মাস আগেও আমার ভাসুর ও তার স্ত্রী তামান্না আক্তার আমাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। স্থানীয়রা এগিয়ে এলে সে যাত্রায় আমি বেচে যাই। আমি আমার ভাসুর ও তার স্ত্রীর কঠিন শাস্তি চাই। সে খুবই ভয়ানক একজন মানুষ। এর আগেও ঘিওর উপজেলার এক নারীকে ধর্ষণ করে। সে মামলায় সে ৩ মাস জেল খেটেছে বলেন তিনি।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, এ বিষয়ে বিউটি আক্তার বাদী হয়ে আনোয়ার হোসেন ও তার স্ত্রী তামান্না আক্তারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে এসআই শাহাদাত হোসেন অভিযোগের তদন্ত করছেন। তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Scroll to Top