নিজস্বপ্রতিবেদক: স্কোয়াড্রন লিডার (অবঃ) বদরুল আলম বীর উত্তম এর সম্মানার্থে শনিবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে ফাইটার জেট মহরা এবং হেলিকপ্টার থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। মানিকগঞ্জ সদর উপজেলার বারাহিরচর তার গ্রামের বাড়ির উপর দিয়ে এই মহরা দেয়া হয় এবং লিফলেট ফেলা হয় হেলিকপ্টার থেকে।
শুক্রবার সিএমএইচ হাসাপাতালে মৃত্যু বরণ করে এই বীরমুক্তিযোদ্ধা। তিনি মুক্তিযুদ্ধ চলাকালে কিলো ফাইট গঠনের আগ পর্যন্ত বাংলাদেশ ফোর্সেস সদর দপ্তরের স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এর পর তিনি সক্রিয় ভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে ১২টি মিশনে অসংখ্য সফল অভিযান পরিচালনা করেন। বীর উত্তম খেতাব প্রাপ্ত এই মুক্তিযোদ্ধা ২০১৬ সালে স্বাধীনতা পুরস্কার অর্জন করেন।