শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনায় এখনও পানিবন্দী ৬৩ হাজার পরিবার

স্টাফ রিপোর্টার: সাম্প্রতিক বন্যায় শেরপুর, ময়মনসিংহ এবং নেত্রকোনার ৬৩ হাজার ১৭১ পরিবার এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে। এই তিন জেলার ১৩ উপজেলায় মোট ২ লাখ ৩৮ হাজার ৩৯১ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বুধবার (৯ অক্টোবর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় চলমান বন্যার সার্বিক পরিস্থিতি প্রকাশ করেছে।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা এক সংবাদ ব্রিফিংয়ে জানান, বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

মন্ত্রণালয় জানায়, বন্যায় তিন জেলায় ১০ জন মারা গেছেন, এর মধ্যে শেরপুরে ৮ জন এবং ময়মনসিংহে ২ জন।

ব্রিফিংয়ে আরও জানানো হয়েছে, পানিবন্দী মানুষের জন্য মোট ১৪০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে বর্তমানে ১ হাজার ৩৩৭ জন মানুষ এবং ৫৬১টি গবাদি পশু রয়েছে।

এছাড়া, বন্যায় ক্ষতিগ্রস্ত তিন জেলায় ৭২ লাখ টাকা, ৪ হাজার ৪০০ টন চাল এবং ৭ হাজার প্যাকেট শুকনা খাবার ত্রাণ হিসেবে বিতরণ করা হয়েছে। শিশুখাদ্য এবং গো-খাদ্যের জন্য যথাক্রমে ১৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত সচিব।

Scroll to Top