লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রিম সিটির উদ্যোগে মানিকগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি: লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২ এর অন্তর্ভূক্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রিম সিটির উদ্যোগে মানিকগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (০৯ অক্টোবর) জেলার ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট, মানিকগঞ্জ ক্যাম্পাসে কর্মসূচির অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্প, ডায়াবেটিস টেস্ট, রক্তের গ্রপ নির্ণয়, অসহায় মানুষ ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরন, গাছের চারা রোপন ও বিতরন করা হয়।

জেলা গর্ভনর ঘোষিত অক্টোবর সেবা পক্ষের কর্মসূচির আওতায় পালিত এই কর্মসুচিতে ক্লাবের প্রেসিডেন্ট লায়ন কাজী মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও লায়ন ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২ এর গভর্নর লায়ন মোহাম্মদ হানিক এম জে এফ। অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, লায়ন ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২ এর কেবিনেট সেক্রেটারী লায়ন এজাজ আহম্মেদ, জেলা ৩১৫ এ২ এর জিএলটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন সামিউল মোজাদির এম জে এফ, লায়ন নাসির হায়দার এম জে এফ, রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়াটার ও ক্লাব পরিচালক লায়ন ইঞ্জি. মোঃ শামসুর রহমান, ক্লাব সহ-সভাপতি লায়ন ইঞ্জি. মোহাম্মদ ফারুক হোসেন এম জে এফ, ক্লাব সহ সভাপতি লায়ন দেওয়ান মোঃ গিয়াস মাহমুদ, ক্লাব কমিউনিকেশন চেয়ারপার্সন লায়ন মোঃ শাহজাহান কবীর প্রমুখ।

এছাড়াও উক্ত কর্মসূচিতে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যরাও উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক জনগন চিকিৎসা সেবা গ্রহন করেন এবং ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করান। পাশাপাশি দেড় শতাধিক দুস্থ ব্যক্তিদের মাঝে খাদ্য বিতরন এবং মানিকগঞ্জের স্মার্ট টেকনিক্যাল ইনস্টিটিউটে বৃক্ষ রোপন ও দুই শতাধিক বনজ ও ফলজ গাছের চারা বিতরন করা হয়।

Scroll to Top