ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৩

স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর কারণে ৩ জনের মৃত্যু হয়েছে এবং ১,০৩৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য প্রকাশ করা হয়।

এখন পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুর কারণে মোট মৃত্যুর সংখ্যা ১৯৬ জনে পৌঁছেছে। এছাড়া, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯,৮২২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ৪২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

ঢাকা বিভাগে ২০৮, ময়মনসিংহে ৩২, চট্টগ্রামে ১৩১, খুলনায় ৮০, রাজশাহী বিভাগে ৫৯, বরিশাল বিভাগে ৮৬, রংপুর বিভাগে ৭ এবং সিলেট বিভাগে ৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

বর্তমানে দেশে বিভিন্ন হাসপাতালে মোট ৩,৪৭৫ জন ডেঙ্গু নিয়ে ভর্তি আছেন, এর মধ্যে ঢাকার হাসপাতালে ১,৭৩৭ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ১,৭৩৮ জন ভর্তি রয়েছেন।

Scroll to Top