মানিকগঞ্জে কথা কাটাকাটির জেরে হামলার অভিযোগ

আবিদ হাসান, হরিরামপুর: মানিকগঞ্জের হরিরামপুরে কথা কাটাকাটির জের ধরে মানিকগঞ্জ ২ আসনের এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থককদে উপর দুই দফায় হামলার অভিযোগ উঠেছে। হামলায় স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর সমর্থক হৃদয় (১৮) আহত অবস্থায় হরিরামপুর   উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি রয়েছে।

রোববার বিকেলে ও সন্ধায় হরিরামপুর উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে।

আহত হৃদয় জানান, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক  আবিদ হাসান বিপ্লবের সাথে কথা কাটাকাটি হলে তিনি ছাত্রলীগের সাবেক সভাপতি লুতফর রহমানকে ডেকে আনেন। পরে লুৎফরের নেতৃত্বে আমার উপর হামলা হয়েছে।

দ্বিতীয় দফা সন্ধ্যার পর উপজেলা চত্বরে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর আরো চার- পাঁচজন সমর্থকদের উপর নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকেরা হামলা করেছে বলে আরেকটি অভিযোগ পাওয়া গেছে। তবে, আওয়ামীলীগের প্রার্থী মমতাজ বেগমের সমর্থক উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু হামলার কথা অস্বীকার করেছেন।

দ্বিতীয় দফায় হামলায় আহত মাসুদুর রহমান জানান, আমরা উপজেলা চত্বরে চায়ের দোকানে বসে ছিলাম। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, বলড়া ইউনিয়নের চেয়ারম্যান মোসলেম উদ্দিন কুন্নু, সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজের সাবেক ভিপি পল ভাইয়ের নেতৃত্বে  নুরুল ইসলাম কলেজ ছাত্রলীগের আহ্বায়ক দেলোয়ারসহ ১০ -১৫ জন লাঠি দিয়ে আমাদের উপর হঠাৎ হামলা করে। হামলায় যুবলীগ নেতা আনোয়ার মেম্বার, আলমাস মেম্বার, আবুল মেম্বার, আমি ও আফজাল ভাই আহত হয়েছেন।

এদিকে মমতাজ বেগমের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী আবিদ হাসান বিপ্লব সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমানের কাছে নিজের নিরাপত্তা চেয়ে লিখিত অভিযোগ করেন। 

উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু বলেন, নৌকার  নির্বাচনের কাজ শেষে জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক আবিদ হাসান বিপ্লব বাড়ি যাবার পথে উপজেলা চত্বরে উপজেলা চেয়ারম্যানের ছেলে অস্ত্র ঠেকিয়ে হুমকি প্রদান করে। এ বিষয়ে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।  দ্বিতীয় দফায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলা করা হয়েছে কিনা জানতে চাইলে বলেন, আমরা উপজেলা চত্বর প্রদক্ষিণ করে চলে যাই।

হরিরামপুর থানা ওসি শাহনুর এ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মো শাহরিয়ার রহমান বলেন, আবিদ হাসান বিপ্লবের একটি লিখিত অভিযোগ পেয়েছি। আর বিকেলে নৌকা ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার সমর্থকদের মধ্যে তুচ্ছ ঘটনায় মারধরে একজন আহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Scroll to Top