মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলার কৃষি ইন্সটিটিউট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে গোলড়া হাইওয়ে থানার ওসি সুকেন্দু বসু জানান।

আহতদের মধ্যে দুইজন শিক্ষার্থী রয়েছেন। বাকিদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাতে ওসি সুকেন্দু বলেন, ঢাকা থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল পদ্মা লাইনের একটি বাস। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ৯ থেকে ১০ জন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Scroll to Top