নিখোঁজের ৫ দিন পর সেই রবিউলের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে ট্রলার থেকে পড়ে নিখোঁজের পাঁচ দিন পর রবিউল (১৮) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের খালপাড় বয়ড়াসংলগ্ন পদ্মায় মরদেহটি ভেসে ওঠে। পরে হরিরামপুর থানার পুলিশ মরদেহ উদ্ধার করে। মৃত রবিউল সিরাজগঞ্জের শাহজাদপুরের বাসিন্দা।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য বিষয়টি নিশ্চিত করে বলেন, গত রোববার সন্ধ্যা সোয়া ৫টার দিকে উপজেলার আন্ধারমানিক ট্রলারঘাট সংলগ্ন পদ্মা নদীতে নিখোঁজ হন রবিউল। শরীয়তপুর বাবুরচর এলাকায় ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজ শেষ করে ট্রলারযোগে সিরাজগঞ্জে ফেরার সময় পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হয় সে।

আজ সকালে বয়ড়া ইউনিয়নের খালপাড় বয়ড়াসংলগ্ন পদ্মাপাড়ে ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।

Scroll to Top