মানিকগঞ্জে কুরআন খতম ও সবক প্রদান উপলক্ষে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জে মাদরাসাতুল ওহী আল ইসলামিয়া মাদরাসায় কুরআন খতম ও সবক প্রদান উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৯ নভেম্বর) সকালে সদর উপজেলার দিঘী ইউনিয়নের কয়রা এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দিন আহমেদ রাজা।

মাদরাসা কমিটির সভাপতি আবদুছ সোবাহানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ মাদরাসা এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান এইচ এম মুহসিনুল ইসলাম, মহাসচিব জাহিদুল ইসলাম, উপদেষ্টা ইমান আলী প্রমুখ।

দোয়া মাহফিল শেষে মাদরাসার ২৫ জন শিক্ষার্থীকে এই পবিত্র কুরআন খতম ও সবক প্রদান করেন।

Scroll to Top