মানিকগঞ্জে হরতালের মধ্যেও যান চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার: সারাদেশে বিএনপির ডাকা হরতালের মাঝেও মানিকগঞ্জে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

আজ সকাল থেকে জেলা শহরের বিভিন্নস্থান সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, যানবাহন চলাচল করছে এবং দোকানপাঠ খোলা রয়েছে। সেই সাথে গুরুত্বপুর্ণ স্থানগুলোতে লোক সমাগমও স্বাভাবিক।

তবে পুর্বের চেয়ে যানবাহন কিছুটা কম দেখা গেছে। বিশেষ করে দূরপাল্লার বাস গুলোর সংখ্যা অনেক কম ছিলো। স্থানীয় বাস, ট্রাক ও লেগুনা স্বাভাবিকভাবেই চলাচল করছে।

শহরের বিভিন্ন স্থানে পুলিশ তাদের টহল চৌকি বসিয়েছে। দায়িত্বরত পুলিশরা জানায়, আজ সকাল থেকে শহরের কোথাও কোনো নাশকতা, মিছিল বা অপ্রতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার প্রতিবাদে আজ থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি ও সমমনা দলগুলো। আজ ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোট ৬টা পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক এ কর্মসূচি পালন করবে দলটির নেতাকর্মীরা। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলো ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষে গত বৃহস্পতিবার হরতালের ডাক দেয় দলটি। একই সাথে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, বাংলাদেশ গণঅধিকার পরিষদ সারা দেশে হরতালের কর্মসূচি পালন করবে। পৃথকভাবে লেবার পার্টিরও একই কর্মসূচি রয়েছে।

Scroll to Top