নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ সমিতি, ঢাকা’র উদ্যোগে বুধবার সন্ধ্যায় বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি মিলনায়তন, ঢাকায়, সমিতির প্রাক্তন কোষাধ্যক্ষ, সমাজ সেবক, বীর মুক্তিযোদ্ধা নলিনী রঞ্জন দাস এবং প্রাক্তন মহিলা বিষয়ক সম্পাদক, লেখক, সমাজসেবক, বেগম শামসুয জাহান নূর স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই সমিতির সকল প্রয়াত সদস্য এবং অতি সম্প্রতি প্রয়াত জাতীয় আইন কমিশনের প্রাক্তন চেয়ারম্যান, সমিতির সভাপতি, প্রফেসর ডা: রওশন আরা বেগম’র স্বামী, বিচারপতি মোহাম্মদ আবদুর রশিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
শোকবার্তা পাঠ করেন যুগ্ম সম্পাদক ফণি ভূষণ বিশ্বাস এবং সাংস্কৃতিক সম্পাদক কাজল কুমার মুখার্জী। প্রয়াতদের জীবন বৃত্তান্ত উপস্হাপন করেন নির্বাহী সদস্য মসলেহ উদ্দিন খান মজলিশ।
সমিতির সহ- সভাপতি অ্যাডভোকেট মো: মোতাহার হোসেন সাজু’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরণসভায় বক্তব্য রাখেন বুলবুল ললিতকলা একাডেমির সভাপতি হাসানুর রহমান বাচ্চু, সমিতির সাধারণ সম্পাদক ড.মো: আবদুর রউফ, কোষাধ্যক্ষ লায়ন মো: জাফর ইকবাল, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো: আব্দুল জলিল, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট চান মিয়া, নির্বাহী সদস্য মো: মজিবর রহমান, দৌলতপুর উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম আজাদ।
প্রয়াত নলিনী রঞ্জন দাশের পরিবারের পক্ষ থেকে তাঁর কন্যা, প্রাংগন দাশ, বৃষ্টি, জামাতা, সঞ্জয় কুমার রায়, সৌমেন রায়, স্ত্রী’র বড় ভাই গৌরাঙ্গ রায় এবং বেগম শামসুয জাহান নূরের পরিবারের পক্ষ থেকে তাঁর কনিষ্ঠ পুত্র তৌহিদুল আলম খান সনেট,পুত্রবধূ, শামীমা সুলতানা তন্দ্রা স্মৃতিচারণ ও আলোচনায় অংশগ্রহন করেন।
আলোচকগণ তাদের সমৃদ্ধ আলোচনায় বীর মুক্তিযোদ্ধা নলিনী রঞ্জন দাস এবং বেগম শামসুয জাহান নূরের পারিবারিক, পেশাগত, সামাজিক, সাংস্কৃতিক কার্যক্রমে অসমান্য অবদানসহ বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা জানা- অজানা অধ্যায় তুলে ধরেন। আলোচনা সভায় নলিনী রঞ্জন দাস এর স্ত্রী প্রতিমা দাস, নাতি, ঋষভ, মানিকগঞ্জ সমিতির নির্বাহী সদস্য প্রকৌশলী আব্দুল হালিম খান, জাহাঙ্গীর শিকদার, মনজুর আলম খানসহ সমিতির সদস্যবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।