নদী ভাঙনে সর্বহারা মানুষের কস্ট শেখ হাসিনা বুঝেন___এমপি মমতাজ

নদীভাঙনে সর্বহারা মানুষের কস্ট শেখ হাসিনা বুঝেন: মমতাজ

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা নদী ভাঙনে সর্বহারা মানুষের কস্ট কতোটা তা তিনি বুঝেন। তাই নদী ভাঙ্গন রোধে কাজ করে যাচ্ছেন সরকার। মানিকগঞ্জ-২ আসনে নদী ভাঙ্গন রোধে শত শত কোটি টাকার কাজ হয়েছে। একজন মানুষের বাড়ি নদীতে ভেঙে গেলে তার আর কিছুই থাকেনা। তাই শেখ হাসিনা সরকার বেড়িবাঁধ নির্মাণ ও নদী ভাঙ্গান রোধে বিভিন্ন প্রকল্পের কাজ করছেন।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপরে মানিকগঞ্জের হরিরামপুরের উপজেলার আজিমনগর ও সূতালরি ইউনিয়নের পদ্মা নদীর ভাঙন কবলিত ৮’ শ মিটার এরিয়ায় ভাঙন রোধে ২ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে জিও ব্যাগ ডাম্পিং প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মমতাজ আরো বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কারো কোন দুর্দশা থাকবে না। আমরা যত উন্নয়নমূলক কাজ করছি সব শেখ হাসিনার ইচ্ছা আর নির্দেশনা ছিল তাই করতে পারছি। শেখ হাসিনা হলো জনগণের সরকার। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিবেন এবং শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনবেন।

এ সময়, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, দুই ইউনিয়নের জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

Scroll to Top