মানিকগঞ্জে ওয়ারেন্ট ভুক্ত ৯ আসামী গ্রেফতার

মানিকগঞ্জে ওয়ারেন্ট ভুক্ত ৯ আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর থানা পুলিশ একদিনে ৭জন সাজাপ্রাপ্ত ও দুইজন সাধারণ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার গোলাম আজাদ খান।তথ্য প্রযুক্তির সহায়তায় সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার বলেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) স্বপন কুমার সরকার, শাহজামাল, মোক্তার হোসেন, আঃ লিটন, এসআই মো. টুটুল উদ্দিন, এএসআই মেহেদী হাসান, আলী আকবর খন্দকার, শরিফুল ইসলামদের সমন্বয়ে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্য তাদেরকে গ্রেফতার করা হয়।

এসময় গ্রেফতারী পরোয়ানা ভুক্ত সাজাপ্রাপ্ত আসামী বাদশা মিয়া (৪২), নবীন মিয়া (৩০), মাহাবুব (৫০), রাজ্জাক আলী (৩২), কপিলা (৪২), জয়নাল আবেদীন (৪০), আলামিন ওরফে শামিম (১৯) এবং গ্রেফতারী পরোয়ানা আসামী  চাঁন মিয়া (৪২) ও সজীব আহম্মেদ (২২)

গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Scroll to Top