নিজস্ব প্রতিবেদক: বিএনপির ডাকা দেশব্যাপী হরতালকে কেন্দ্র করে মানিকগঞ্জে সিএনজিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, রোববার বেলা সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ-ঝিটকা সড়কের উভাজানী এলাকায় যাত্রী সেজে একটি সিএনজি থামিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
সিএনজি চালক উজ্জল হোসেন বলেন, “মানিকগঞ্জ থেকে ঝিটকার যাওয়ার সময় উভাজানী এলাকায় ব্রিজের ঢালে যাত্রী সেজে চার পাঁচজন লোক সিগনাল দেয়। সিএনজি থামানোর সঙ্গে সঙ্গে তারা গ্লাস ভেঙ্গে ফেলে। এসময় তারা আমার গায়ে পেট্রোল ঢেলে দিতে চাইলে আমি দৌড়ে পালাই। পরে আমার সিএনজিতে আগুন ধরিয়ে দিয়ে তারা পালিয়ে যায়।”
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান বলেন, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে ছুটে যান। অগ্নিসংযোগকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।