বিএনপি সমাবেশে নিহত সেই পুলিশের  লাশ রাষ্ঠীয় মর্জাদায় দাফন   

বিএনপি সমাবেশে নিহত সেই পুলিশের লাশ রাষ্ঠীয় মর্জাদায় দাফন

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় বিএনপির মহাসমাবেশে এক বিএনপি সদস্যের এলোপাথারী চাপাতির কোপে নিহত হয়েছেন পুলিশের কর্তব্যরত সদস্য আমিরুল ইসলাম পারভেজ। দাবী স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। খবর পেয়ে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা পর ফয়েজপুর গ্রামের বাড়ীতে চলছে শোকের মাতম।

২৯ অক্টোবর ঢাকার রাজপথে তাকে হত্যা করা হয়। তার বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ফয়েজপুর গ্রামে। তার আদি বাড়ি ছিল মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারী এলাকায়। নদী ভাঙ্গনের পর এই পরিবার এখান থেকে চলে যায়। তার পিতার নাম বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মোল্লা। নিহত আমীরুল ইসলাম পারভেজ ডিএমপিতে পুলিশের কাউন্টার টেররিজম ইনভেষ্টিগেশন (সিটিআই) ইউনিটে কর্মরত ছিল। সে ছয় বছর বয়সী একমাত্র কন্যা সন্তান তানহা ও স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকতেন। আর নিহতের বৃদ্ধ পিতা-মাতা তাদের এক সন্তানকে নিয়ে থাকতেন ফয়েজপুর। 

১৯৯০ সালে চরকাটারীতে জন্ম নেয়া নিহত আমীরুল স্থানীয় সবুজ সেনা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পাস করেন৷। তিনি ২০১১ সালের ১৫ আগষ্ট পুলিশ বাহীনিতে যোগদান করেন । চলতি বছরের ৩ আগষ্ট তিনি ডিএমপিতে যোগদান করেন।

এসময় মানিকগঞ্জ-১ আসনের এমপি এ.এম নাঈমুর রহমান দূর্জয়, জেলা প্রশাসক রেহেনা আক্তার, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

Scroll to Top